আন্তর্জাতিক

রানওয়েতে ভাল্লুক, বন্ধ রাখতে হলো ফ্লাইট চলাচল

রানওয়েতে ভাল্লুক, বন্ধ রাখতে হলো ফ্লাইট চলাচল

জাপানের উত্তরাঞ্চলীয় ইয়ামাগাতা বিমানবন্দরে রানওয়েতে ঘোরাঘুরি করা একটি কালো ভাল্লুকের কারণে অন্তত ১২টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার ভোরে প্রথমবারের মতো ভাল্লুকটিকে রানওয়েতে দেখা যায়, সঙ্গে সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর দুপুরের দিকে আবারও রানওয়েতে দেখা যায় ভালুকটিকে, যার ফলে ফের বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা।

ঘটনার ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের একটি গাড়ি নীল আলো জ্বালিয়ে ভাল্লুকটিকে তাড়ানোর চেষ্টা করছে। ভাল্লুকটি দ্রুত দৌড়ে পালালেও বিমানবন্দর চত্বরে কোথাও লুকিয়ে আছে বলে ধারণা করা হয়।

বিমানবন্দর কর্মকর্তা আকিরা নাগাই জানান, এই পরিস্থিতিতে বিমান অবতরণ সম্ভব নয়। তিনি আরও জানান, দ্বিতীয় দফা ভাল্লুকের উপস্থিতির পর ১২টি ফ্লাইট বাতিল করতে হয়েছে।

Advertisement

তিনি বলেন, ভাল্লুকটি ধরতে শিকারিদের তলব করা হয়েছে এবং ঘেরাও দিয়ে রাখা হয়েছে গোটা এলাকা। নাগাই বলেন, এখন একপ্রকার অচলাবস্থায় আছি।

সম্প্রতি জাপানে মানুষের সঙ্গে ভাল্লুকের সংঘর্ষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এপ্রিল ২০২৩ থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত ২১৯ জন ভাল্লুকের আক্রমণের শিকার হন, যাদের মধ্যে ৬ জন মারা যান।

জাপানে জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা হ্রাসের ফলে খাদ্য সংকট ও হাইবারনেশনের সময়ে পরিবর্তন হওয়ায় ভালুকেরা শহরের দিকে বেশি ঘেঁষছে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

Advertisement

এমএসএম