অভিন্ন শত্রুদের পরাজিত করা, জিম্মিদের মুক্ত করা ও দ্রুত শান্তি ছড়িয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করে যাবেন বলে বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার (২৬ জুন) ডোনাল্ড ট্রাম্পের সাথে করমর্দন করছেন নিজের এমন একটি ছবির সঙ্গে এই বার্তা পোস্ট করেছেন তিনি।
Advertisement
নেতানিয়াহুর এই মন্তব্যের কিছুক্ষণ আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির পর দেওয়া তার প্রথম ভিডিও বার্তায় এই সংঘাতে ‘বিজয়’ দাবি করেছেন।
ভিডিও বার্তায় খামেনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র বিজয় অর্জন করেছে ও জবাবে যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে। তারা ইসরায়েলের হয়ে সরাসরি যুদ্ধের ময়দানে নামে, কারণ তারা বিশ্বাস করেছিল- হস্তক্ষেপ না করলে জায়োনিস্ট শাসনের (ইসরায়েল) সম্পূর্ণ পতন হবে। কিন্তু এই যুদ্ধ থেকে তারা কিছুই পায়নি। বরং ইরান বিজয় অর্জন করেছে ও যুক্তরাষ্ট্রের মুখে জোরালো থাপ্পড় মেরেছে।
তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলাকে ‘ঐতিহাসিক সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই সাফল্য উদযাপন করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
Advertisement
এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ‘ধ্বংস’ করেছে। ডোনাল্ড ট্রাম্প ‘ইতিহাসের সবচেয়ে জটিল ও গোপন সামরিক অভিযানের’ নেতৃত্ব দিয়ে মহান সাফল্য অর্জন করেছেন।
সূত্র: বিবিসি
এসএএইচ
Advertisement