সেই ২০২১ সালে ‘নো টাইম টু ডাই’ দিয়ে শেষবারের মতো পর্দায় হাজির হয়েছিলেন দর্শকপ্রিয় চরিত্র জেমস বন্ড। দেখতে দেখতে ৫ বছর কেটে যাচ্ছে নতুন কোনো মিশনে দেখা যাচ্ছে না তাকে। ভক্তদের অপেক্ষার পালা শেষই হচ্ছে না। তার সঙ্গে আছে ড্যানিয়েল ক্রেগকে আর বন্ড হিসেবে না দেখার বেদনা এবং নতুন যিনি আসবেন তাকে স্বাগত জানানোর বিষয়টাও।
Advertisement
অবশেষে জেমস বন্ডের নতুন সিনেমা নিয়ে নতুন তথ্য পাওয়া গেল। হয়তো ভক্তদের কিছুটা হলেও শান্ত করবে তথ্যগুলো।
এরইমধ্যে জনপ্রিয় নির্মাতা দেনি ভিলনভকে নিশ্চিত করা হয়েছে পরবর্তী বন্ড সিনেমার পরিচালক হিসেবে। ‘ডিউন’, ‘ব্লেড রানার ২০৪৯’ এবং ‘অ্যারাইভাল’-এর মতো প্রশংসিত চলচ্চিত্রের পরিচালক ভিলনভ নিজেই জানিয়েছেন, বন্ড সিনেমা নির্মাণ তার আজীবনের স্বপ্ন।
সুখবরের পাশাপাশি রয়েছে দীর্ঘ প্রতীক্ষার ইঙ্গিত। কারণ দেনি ভিলনভ বর্তমানে ব্যস্ত আছেন ‘ডিউন মেসায়া’ নিয়ে। তার শুটিং শুরু হচ্ছে গ্রীষ্মেই। এটি মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বরে। অর্থাৎ বন্ড-চিত্রনাট্যে হাত পড়বে তার পরেই। সবকিছু ঠিক থাকলে নতুন জেমস বন্ড সিনেমা মুক্তি পেতে পারে ২০২৭ সালে।
Advertisement
এখনও জানা যায়নি কে হবেন নতুন বন্ড। কারাই বা লিখছেন এর গল্প। ধারণা করা হচ্ছে, পরিচালকের নাম চূড়ান্ত হওয়ার পরই শুরু হবে গল্প লেখা। চিত্রনাট্য প্রস্তুতের পর জানা যাবে কে হবেন পরবর্তী ০০৭।
দেনি ভিলনভ এক বিবৃতিতে বলেন, ‘শৈশবে বাবার সঙ্গে জেমস বন্ডের ছবি দেখা ছিল আমার প্রথম সিনেমা দেখার স্মৃতি। বন্ড আমার কাছে এক পবিত্র চরিত্র। তাকে নতুনভাবে পর্দায় ফিরিয়ে আনার দায়িত্ব আমার জন্য সম্মানের।’
এই ছবির নির্বাহী প্রযোজক হিসেবে থাকছেন ভিলনভের স্ত্রী তানিয়া লাপোয়াঁ। তিনি ‘অ্যারাইভাল’ এবং ‘ডিউন: পার্ট টু’ ছবিগুলোতেও কাজ করেছেন।
চলতি বছরের মার্চে প্রযোজক হিসেবে যুক্ত হন অ্যামি প্যাসকাল ও ডেভিড হেইম্যান। তারা জানান, ‘দেনি ছোটবেলা থেকেই বন্ড সিনেমার ভক্ত। এই ছবি তার স্বপ্ন, আর এখন তা আমাদেরও। এমন এক অসাধারণ নির্মাতার হাতে এই দায়িত্ব তুলে দিতে পেরে আমরা রোমাঞ্চিত।’
Advertisement
উল্লেখ্য, বন্ড সিরিজের দীর্ঘদিনের অভিভাবক মাইকেল জি. উইলসন ও বারবারা ব্রকোলি আর সম্পৃক্ত থাকছেন না। ফলে এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে বন্ড সিরিজ।
এলআইএ/জেআইএম