পাঞ্জাবী গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ আবারও সংবাদ শিরোনামে এসেছেন। তবে এবার বিতর্ক নিয়ে নয়, তার উপর কোর্স করাবে কানাডার একটি বিশ্ববিদ্যালয়। তাতে তুলে ধরা হবে দিলজিতের ব্যক্তি জীবন, সাংস্কৃতিক যাত্রা, বিশ্বে তার সংগীতের ভূমিকা। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় একথা এমনটা জানিয়েছেন।
Advertisement
দিলজিৎ বারবার বিতর্কে জড়িয়েছেন। কখনো গানে মাদকদ্রব্যের নাম ব্যবহার করে আইনি বেড়াজালে জড়িয়েছেন। তিনি ‘পাঞ্জাব ৯৫’ নামে সিনেমায় অভিনয় করেছেন। তবে সেন্সর বোর্ডের জটিলতায় তা মুক্তি পায়নি।
সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন দিলজিৎ। ‘সর্দারজি ৩’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র সংগঠকদের পক্ষ থেকে অভিনেতাকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি উঠেছে। এরই মাঝে কানাডার বিশ্ববিদ্যালয়ের কোর্সে অন্তর্ভূক্ত হলো দিলজিতের নাম।
টরেন্টো মেট্রোপলিটন ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়, ‘তিনি (দিলদিৎ দোসাঞ্ঝ) পাঞ্জাবি সংগীতকে বিশ্বের দরবারে অন্যমাত্রা দিয়েছেন। তার জীবনযাত্রা নিয়ে পড়াশোনা করলে পড়ুয়ারা জানতে পারবেন, কীভাবে আঞ্চলিক ভাষা, সুর ব্যবহার করে পপ কালচারকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়া যায়।’
Advertisement
দিলজিতের গল্পকে ক্লাসরুমে তুলে ধরতে পেরে উচ্ছ্বিত বিশ্ববিদ্যালয়। এদিকে কানাডার বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে আপ্লুত শিল্পী। তার ম্যানেজার বলেন, ‘দিলজিতের গান শুধু বাণিজ্য করে না। শিকড়ের প্রতিনিধিত্বও করে। এটা পাঞ্জাবি ও দক্ষিণ এশিয়ার জন্য গর্বের।’
আরও পড়ুন:
পাকিস্তানি শিল্পীদের সঙ্গে অভিনয়, দিলজিতের ‘সর্দার ৩’ বয়কটের ডাক নিষিদ্ধ হলো পাকিস্তানি নায়িকার সিনেমাদিলজিৎ গত কয়েক বছরে নিজের কাজের মাধ্য়মে সাধারণ মানুষের মন জয় করেছেন। ২০২৪ সালে গায়ক তথা অভিনেতা ইমতিয়াজ আলির ‘অমর সিং চামকিলা’য় নামকরা পাঞ্জাবি শিল্পীর চরিত্রে অভিনয় করেন তিনি। একইবছরে উত্তর আমেরিকায় ভারতের বাইরে সর্বকালের বৃহত্তম পাঞ্জাবি শো করেন তিনি।
এমএমএফ/এলআইএ/এমএস
Advertisement