দেশজুড়ে

কবরস্থানের মরদেহ চুরি করে মৃতের বাড়িতে দাফন

কবরস্থানের মরদেহ চুরি করে মৃতের বাড়িতে দাফন

সিরাজগঞ্জের কাজিপুরে একটি কবরস্থানের মরদেহ চুরি করে মৃতের নিজ বাড়িতে দাফন করার ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (১২ জুলাই) দিনগত রাতে উপজেলার সোনামুখী জান্নাতুল বাকী কবরস্থান থেকে মরদেহটি চুরি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কবরস্থান থেকে চুরি হয়ে যাওয়া মরদেহটি সোনামুখী পূর্বপাড়া গ্রামের মৃত মানিক উল্লার ছেলে আব্দুস সাত্তারের (৬৫)। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে কেউই বাড়িতে থাকেন না। এ অবস্থায় বৃহস্পতিবার (১০ জুলাই) নিজ বাড়িতে মারা যান তিনি। পরে স্বজনরা তাকে সোনামুখী জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করেন। কিন্তু শনিবার রাতে কে বা কারা মরদেহটি তুলে নিয়ে তার বাড়ির উঠানে পুনরায় দাফন করেন।

স্থানীয় নবির উদ্দিন বলেন, ‌‘সকালে জানতে পারি কবর থেকে একটি মরদেহ কে বা কারা তুলে নিয়ে গেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি, আব্দুস সাত্তারের মরদেহটি তুলে তার বাড়ির উঠানে দাফন করা হয়েছে।’

প্রতিবেশী রবিউল সেখ বলেন, ‘আব্দুস সাত্তারের মরদেহ যেদিন দাফন করা হয়, সেদিন তরিকাভক্ত কিছু লোক এসেছিলেন। তারা দাফন কাজে অংশ না নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। শুনেছিলাম তারা নাকি ওই কবরস্থানে দাফন করতে নিষেধ করেছিলেন।’

Advertisement

আরেক প্রতিবেশী মঞ্জুর রহমান বলেন, ‘সকালে জানতে পারি কবরস্থান থেকে আব্দুস সাত্তারের মরদেহ তুলে নিয়ে তার বাড়িতে দাফন করা হয়েছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখলাম কবর খোঁড়া। তবে এখনো আমরা নিশ্চিত হতে পারিনি যে, কারা এই কাজটি করলো।’

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ও কবরস্থানের তত্ত্বাবধায়ক বেল্লাল হোসেন জানান, আব্দুস সাত্তার একজন তরিকাভক্ত লোক ছিলেন। নিয়মিত উরস মাহফিল করতেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান। পরে তার পরিবারের সদস্যরা কবরস্থানে দাফন করতে গেলে তার ভক্তরা কবরস্থানে মাটি দিতে নিষেধ করেন। তারা জানান, বেঁচে থাকতে নাকি বাড়িতেই তাকে মাটি দিতে বলেছেন। এরপরই এই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তারাই হয়তো এই কাজটি করেছেন। থানা থেকে পুলিশও এসেছিল। কিন্তু কারও কোনো অভিযোগ না থাকায় তারা চলে গেছেন।

এম এ মালেক/এসআর/জিকেএস

Advertisement