ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের ওপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
রোববার (১৩ জুলাই) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিনের বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম-সাধারণ সম্পাদক পয়গাম আলী।
তিনি বলেন, ‘উপজেলা বিএনপির কাউন্সিলে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম ও সাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুবুর রহমানের লোকজন ভোট গণনা কক্ষে উপস্থিত হয়ে ব্যালট পেপার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সঙ্গে জেলার নেতৃবৃন্দসহ নির্বাচনে দায়িত্বে থাকা ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন ঘটনাস্থল থেকে চলে যাওয়ার সময় তারা হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘ওই উপজেলায় এখন পর্যন্ত কোনো কমিটি ঘোষণা দেওয়া হয়নি। তারা নিজেরা জোর করে কমিটি ঘোষণা দিচ্ছে। যা সঠিক নয়। বালিয়াডাঙ্গী বিএনপির সম্মেলনের ফলাফল স্থগিত করেছেন নির্বাচন কমিশন। দলীয়ভাবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
Advertisement
এর আগে শনিবার রাত ৯টার দিকে বালিয়াডাঙ্গী সমীর উদ্দিন কলেজ থেকে কাউন্সিলের ফলাফল ঘোষণা দিয়ে যাবার সময় বিএনপির মহাসচিবের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুর করা হয়।
তানভীর হাসান তানু/আরএইচ/জিকেএস