ডেমরা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় এক হাজার টাকা বন্ডে জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে গত ২০ মে থেকে কারাগারে ছিলেন নোবেল।
Advertisement
অভিযোগে বলা হয়, ওই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেছিলেন এই সংগীতশিল্পী।
এই মামলার শুনানিতে গত ১৮ জুন (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নাজমিন আক্তার নোবেলকে জামিন দেওয়ার শর্ত হিসেবে বাদীকে বিয়ে করার নির্দেশ দেন। সেই নির্দেশ মেনে বিয়ে করে জামিন পান গায়ক।
১৯ জুন (বৃহস্পতিবার) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে নোবেল বিয়ে করেন মামলার বাদী ইসরাত জাহান প্রিয়াকে। বিয়ের সময় উপস্থিত ছিলেন উভয় পরিবারের সাক্ষী নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান এবং মো. সাদেক উল্লাহ ভূইয়া।
Advertisement
কারা সূত্রে জানা গেছে, এই বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয় ১০ লাখ টাকা।
এই ঘটনাকে ঘিরে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে কারাগারে বিয়ে এবং আদালতের নির্দেশে তা সম্পন্ন হওয়া নিয়ে নানা প্রশ্ন তুলেছেন অনেকেই।
তবে গায়ক নোবেল নিজে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। জামিনের পর তিনি আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে এলেও সাংবাদিকদের এড়িয়ে চলছেন।
এলআইএ/জেআইএম
Advertisement