দেশজুড়ে

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ সাইদুর রহমান মাসুম ওরফে আবুল কালাম ওরফে ব্লেড মাসুম (২৮) নামে এক পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে রাশমনিঘাট হয়ে পূর্ব দিকে জেলে পাড়া সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাসুম নগরীর ১২নং সরাইপাড়া ওয়ার্ডের জুম্মা সওদাগর বাড়ির মো. আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার পর বৃহস্পতিবার (১৯ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, রাত্রিকালীন অভিযানে রাশমনিঘাট হয়ে পূর্ব দিকে জেলে পাড়ার সাগরিকা রোড চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে ব্লেড মাসুমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার অস্ত্র ৫ আগস্ট বিভিন্ন থানা লুটপাট করা ব্যক্তিদের কাছ থেকে সংগ্রহ করেছিলেন তিনি। দীর্ঘদিন ধরে এসব অস্ত্র দিয়ে ব্লেড মাসুম তার অন্য সহযোগী আসামিদের নিয়ে পাহাড়তলী থানা এলাকাসহ নগরীর বিভিন্ন থানা এলাকায় নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিকশা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে আসছিলেন। তাছাড়া তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকা দিয়ে বিদেশ গমনরত যাত্রী, পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর থেকে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যান আটকে অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নিতেন তারা।

Advertisement

ওসি বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

এমডিআইএইচ/এএমএ/জিকেএস