রাজনীতি

বুধবারের পদযাত্রায় কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি

বুধবারের পদযাত্রায় কালো পতাকা নিয়ে শোক মিছিল করবে এনসিপি

দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাঁদপুর ও কুমিল্লা জেলায় পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

Advertisement

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এতে আরও বলা হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা নিয়ে শোক মিছিল করার নির্দেশ দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

এনএস/এএমএ

Advertisement