বৈরী আবহাওয়ায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে আটদিন বান্দরবানের দেবতাখুম পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
Advertisement
বুধবার (১৮ জুন) বিকেলে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলায় টানা ভারী বর্ষণের ফলে নদী, ছড়া, ঝিরিতে পানির প্রবাহ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকিও দেখা দিয়েছে। ফলে উপজেলার অন্তর্গত জনপ্রিয় পর্যটনকেন্দ্র দেবতাখুম পর্যটন কেন্দ্রে পর্যটকদের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে দেবতাখুমে যাতায়াত ও অবস্থান কোনোভাবেই নিরাপদ নয়। এরই পরিপ্রেক্ষিতে পর্যটক ও স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮-২৫ জুন পর্যন্ত দেবতাখুম ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হলো।
বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ অনুকূলে থাকলে ২৫ জুন পরবর্তী সময় থেকে পর্যটকরা এই কেন্দ্রে ভ্রমণ করতে পারবেন। অন্যথায় এই সময়সীমা আরও বাড়তে পারে।
Advertisement
স্থানীয় সূত্র জানায়, ১১ জুন ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া ভ্রমণে যাওয়া পাহাড়ি ঢলে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন।
সবশেষ মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি ঝরনা দেখতে গিয়ে পাহাড়ি হঠাৎ বানে তলিয়ে যান মেহরাব হোসাইন (১৮) নামের এক কিশোর। এখন পর্যন্ত ওই কিশোরের সন্ধান পাওয়া যায়নি।
নয়ন চক্রবর্তী/এসআর/জিকেএস
Advertisement