দেশজুড়ে

ভেঙে গেছে বেড়িবাঁধ, ৫ দিনে অস্থায়ী সেতু করে দিলো নৌবাহিনী

ভেঙে গেছে বেড়িবাঁধ, ৫ দিনে অস্থায়ী সেতু করে দিলো নৌবাহিনী

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বরগুনার পাথরঘাটায় ভেঙে গেছে বেড়িবাঁধ। সেই জায়গায় জনসাধারণের পারাপারের সুবিধার্থে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

Advertisement

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে স্থানীয় প্রশাসনের সহায়তায় নির্মিত অস্থায়ী সাঁকোটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত ২৯ মে বরগুনার নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে অতিরিক্ত পানি প্রবাহিত হয়। এতে পাথরঘাটার হলতা নদীর পানি বেড়ে নাচনাপাড়া ও কাঠালতলী ইউনিয়নের একটি সংযোগ সড়কসহ বেড়িবাঁধের প্রায় ২০ মিটার অংশ ভেঙে যায়। এতে এলাকার কয়েকটি গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দারা।

এ অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের তত্ত্বাবধানে রোববার (১ জুন) ভেঙে যাওয়া সড়কের পাশে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণের কাজ শুরু করা হয়। মাত্র পাঁচ দিনের মধ্যেই সেতুটি সম্পন্ন করে আজ তা স্থানীয়দের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে ঈদের আগে যাতায়াতে যে দুর্ভোগের আশঙ্কা ছিল, তা অনেকটাই লাঘব হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

Advertisement

এ বিষয়ে নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালী উজ জামান বলেন, বাংলাদেশ নৌবাহিনী জনমানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নুরুল আহাদ অনিক/এসআর/জেআইএম