ফের ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে প্রবেশের পর বিমান প্রতিরক্ষা সাইরেন বেজে ওঠে। খবর আল জাজিরার।
Advertisement
ইসরায়েলে সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রজেক্টাইলটি ভূপাতিত করা হয়েছে।
ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির পর এ নিয়ে তৃতীয় বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনভিত্তিক হুথি বিদ্রোহীরা।
এর আগে গত মে মাসে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলে আঘাত হানার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। ক্ষেপণাস্ত্র আঘাত হানার সময় বিমান হামলার সাইরেন বেজে ওঠে।
Advertisement
গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
টিটিএন