রাজনীতি

বাজেট ‘গতানুগতিক ও উচ্চাভিলাষী’: রাশেদ খান

বাজেট ‘গতানুগতিক ও উচ্চাভিলাষী’: রাশেদ খান

২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটকে ‘গতানুগতিক ও উচ্চাভিলাষী’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

Advertisement

সোমবার (২ জুন) ঘোষিত বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান বলেন, এবারের বাজেটে দেখলাম ২ লাখ ২৬ হাজার কোটি টাকা ঘাটতি। এবারও গতানুগতিক বাজেট। তবে একটি সফলতা বলতে হবে, নানা প্রতিকূলতার মধ্যে সরকার বাজেট দিতে পেরেছে। যদিও এবারের বাজেটও আওয়ামী লীগ আমলের মতোই উচ্চাভিলাষী। এটি আরও কমানো যেতো।

তিনি বলেন, সরকার বাজেটে নানা ধরনের লক্ষ্য দিয়েছে। কিছু পণ্যের দাম বাড়বে আবার কিছু পণ্যের দাম কমবে। একটি ভালো বিষয় হচ্ছে যে, বাজেটে জুলাই-আগস্টে হতাহতদের পরিবারের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এটি একটি ভালো কাজ হয়েছে বলে আমি মনে করি।

Advertisement

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যা জিডিপির ১২ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এমওএস/এমকেআর