পঞ্চগড়ে স্ত্রী হত্যায় সফিকুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
Advertisement
সোমবার (২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুজ্জামান এ দণ্ডাদেশ দেন।এসময় অপর ১০ আসামিকে খালাস দেওয়া হয়।
সফিকুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী তরঙ্গীপাড়া এলাকার হামেদ আলীর ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ১৬-১৭ বছর আগে সফিকুল ইসলামের সঙ্গে একই এলাকার আব্দুল মান্নানের মেয়ে মমতাজ বেগমের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে সন্তান ছিল। সফিকুল প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে দাম্পত্য কলহ শুরু হয়। বিষয়টি নিয়ে একাধিক শালিসও হয়।
Advertisement
২০১৫ সালের ৮ জুলাই রাতে ঝগড়ার সময় মমতাজকে হত্যার হুমকি স্বামীসহ তার পরিবারের লোকজন। ৯ জুলাই ভোরে নিজ ঘরে মমতাজের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এরপর ১৪ জুলাই ১১ জনকে আসামি করে আদালতে মামলা করেন মমতাজের বাবা আব্দুল মান্নান।
২০১৮ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সোমবার আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের অতিরিক্ত পিপি ইয়াসিনুল হক দুলাল বলেন, ‘ময়নাতদন্ত প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যার কথা বলা হয়েছে। আমরা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি। আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।’
সফিকুল আলম/আরএইচ/এমএস
Advertisement