ফিচার

একদিনে ১৫ বিশ্বরেকর্ড গড়লেন ডেভিড

একদিনে ১৫ বিশ্বরেকর্ড গড়লেন ডেভিড

আপনার হাতে যদি দুঘণ্টা সময় থাকে এবং সামনে আছে একটি প্লাস্টিকের চেয়ার। তাহলে সেটিকে চিবুকের উপর সেট করে দাঁড়িয়ে পড়ুন। আপনার হাতে সুযোগ আছে বিশ্বরেকর্ড করা ডেভিড রাসকে হারিয়ে দেওয়ার। হ্যাঁ, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা ডেভিড রাস ৯০ মিনিট চেয়ার থুতনির উপর রেখে বিশ্ব রেকর্ড করেছেন।

Advertisement

শুধু তাই নয়, ডেভিড একদিনে ১৫টি গিনেস রেকর্ড করে এক অনন্য রেকর্ড করেছেন। ৪০ বছর বয়সি ডেভিড রাস একজন আমেরিকান লেখক ও মোটিভেশনাল স্পিকার। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে রেকর্ড ব্রেকার নামেও পরিচিত। পড়াশোনা করেছেন ইঞ্জিনিয়ারিংয়ে।

তার প্রথম রেকর্ড ছিল ২০১৫ সালে ব্লাইন্ড-ফোল্ড জাগলিং-সেই ইতিহাস তিনি এক ঘণ্টারও বেশি সময়ে পূর্বের রেকর্ড ছাড়িয়ে ছত্রিশ মিনিট ধরেন। একদিনেই তিনি ১৫টি রেকর্ড করেছিলেন। ২০২৪ সালের ২০ নভেম্বর, এক ব্যস্ত ঘন্টায় তিনি ১৫টি রেকর্ড গড়ে ফেলেন।

আসুন ডেভিড রাস কী কী রেকর্ড করেছিলেন তা জেনে নেওয়া যাক-

রেকর্ডের নাম লংগেস্ট ডিউরেশন ব্যালান্সিং অ্যা চেয়ার অন দ্য চিন। অর্থাৎ চিবুকের উপর সবচেয়ে বেশি সময় চেয়ার ব্যালেন্স করা। তার সময় ছিল ১ ঘণ্টা ২০ মিনিট ৩০ সেকেন্ড। এই রেকর্ডটি ডেভিডের আগে ছিল স্পেনেরক্রিশ্চিয়ান রবার্তো লোপেজ রদ্রিগেজের। ২০২১ সালে তার রেকর্ডের সময় ছিল ১ ঘণ্টা ১৯ মিনিট ১৭ সেকেন্ড।

Advertisement

ডেভিডের পছন্দের চেয়ারটি ছিল লো'স হার্ডওয়্যার স্টোর থেকে পাওয়া বাদামী রঙের অ্যাডামস লো ব্যাক প্যাটিও চেয়ার, যার ওজন ৪ পাউন্ড ৩.৫ আউন্স এবং উচ্চতা প্রায় ৩১.৫ ইঞ্চি। ডেভিডের পরিকল্পনা ছিল চেয়ারের পিছনের অংশটি তার থুতনির উপর উল্টে রাখা, এবং তারপর ক্রিশ্চিয়ানের সময়কে ছাড়িয়ে যাওয়া পর্যন্ত এটিকে ভারসাম্যপূর্ণ রাখা। এছাড়া অন্য রেকর্ডের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো-

১. ১ মিনিটে ১৯৮টি ছোট ছোট কামড় দিয়ে ৩টি আপেল শেষ করা। ২. দুটি বোতলের ঢাকনার উপর পিং পং বল বাউন্স করা-২.০৯ সেকেন্ড৩. ৩০ সেকেন্ডে বেসবলের সঙ্গে ১২৫টি পর্যায়ক্রমে হাত স্পর্শ৪. ৩০ সেকেন্ডে মুখ ব্যবহার করে ৪৭টি টেবিল টেনিস বল দেয়ালে হিট করা। ইত্যাদি

আরও পড়ুন জীবনের ১০০ বসন্ত পার, প্রেমের পর ঘর বাঁধলেন দম্পতি  পানির ১৬৩ ফুট নিচে ফটোশ্যুট করলেন তরুণী

সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস

কেএসকে/জিকেএস

Advertisement