বিনোদন

এবার সুইমিংপুলে শবনম ফারিয়া, যা বললেন অভিনেত্রী

এবার সুইমিংপুলে শবনম ফারিয়া, যা বললেন অভিনেত্রী

দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। প্রায়ই তিনি তার মতামত প্রকাশ করে আলোচনায় আসেন। কিছুদিন আগে এ অভিনেত্রীর নামে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। আবারও সেই একই ঘটনার মুখোমুখি হলেন তিনি।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে শবনম ফারিয়ার নতুন একটি ছবি। সেখানে তাকে দেখা গেছে সুইমিংপুলে চোখে সানগ্লাস, ছোট পোশাকে দাঁড়ানো তিনি। তবে এটি মুলত এডিট করা একটি ছবি। যেখানে অন্য নারীর শরীরে শবনম ফারিয়ার মুখ এডিট করে বসানো হয়েছে।

বিষয়টি নিয়ে আজ (৩ জুলাই) নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শবনম ফারিয়া। তার পোস্ট করা ছবিতে দেখা গেছে সুইমিংপুলে দাঁড়িয়ে আছেন এক নারী। ছবির ক্যাপশনে ফারিয়া লিখেছেন, ‘ভাই এডিট (সম্পাদনা) করে ছবি দে, সমস‍্যা নাই! কিন্তু জাতের কারো ছবি দিয়ে দে। এমন যার সাথে গায়ের রং মেলে না, হাইট মিলে না, এর আবার শরীরে ট‍্যাটু করা, এদের ছবিতে এডিট করবি কেন?’

শুধু তাই নয়, ফারিয়া যে ছবি শেয়ার করেছেন, সেই নারীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ক্যাপশনে দিয়ে দিয়েছেন।

Advertisement

ফারিয়া এ পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তার অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য লিখছেন। সোনিয়া রহমান নামের একজন মন্তব্য করেছেন, ‘আপু কিছু ফালতু লোকের এসব কাজ দেখে আপনার মন খারাপ করার কিছু নেই। যারা খারাপ লোক তারা এসব কাজ করবেই। আপনি কোন ধরনের পোশাক আশাক পরেন সেটা মানুষ জানে। যারা আপনাকে ভালবাসে তারা আসলেই আপনাকে ফলো করে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই।’

মোহাম্মদ রায়হান ইসলাম রিয়াদ নামের একজন লিখেছেন, ‘সব কিছু ধরতে হয় না, এসব খারাপ এবং নিকৃষ্ট মানুষদের কাজ। এসব অনেক বড় গুনাহর কাজ, যে খারাপ কাজটি করছে তার কপাল তিনি নিজে ইচ্ছে করে নষ্ট করছে। এসব খারাপ কাজ করে কেউ কখনো বড় হতে পারে নাই, কেউ সম্মানি হতে পারে নাই।’

শবনম ফারিয়ার এডিট করা ছবি এর আগেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তার নাম উল্লেখ করে দুটি ছবি পোস্ট করেছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকি নাজমুল আলম।

আরও পড়ুন আমি বুঝে গেছি এ জাতির কিছুই হবে না : শবনম ফারিয়া  আমাকে খোলামেলা পোশাকে দেখার এত ইচ্ছা কেন : শবনম ফারিয়া 

কিন্তু ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানার জানায়, ছবিগুলো শবনম ফারিয়ার নয়। এ ঘটনা নিয়ে ফারিয়াও একটি পোস্ট দিয়েছিলেন।

Advertisement

এমএমএফ/এলআইএ/জিকেএস