একদিকে মায়ের মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন স্বজনরা। অপরদিকে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে হাজির দুই শিক্ষার্থী। পরীক্ষা শেষে বাড়িতে ফিরে দাফনে অংশ নেবে তারাও। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলায়।
Advertisement
উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সায়মা আক্তার এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী লাবনী আক্তার এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। বুধবার (২ জুলাই) দিবাগত রাতে মারা যান তাদের দুজনের মা।
ওই দুই কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন এবং নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
মা হারানো সায়মা আক্তার সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে এবং লাবনী আক্তার সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্র থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টার আগে অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে আসে তারা। সহপাঠী ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষায় অংশ নেয়।
Advertisement
পরিবার ও স্থানীয় লোকজন জানান, উপজেলার হতেয়া গ্রামের রায়হান মিয়ার মেয়ে সায়মা আক্তার। সায়মার মা শিল্পী আক্তার (৪০) কিডনি জনিত সমস্যার কারণে গতকাল দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতেই মারা যান। তার এক ছেলে ও এক মেয়ে।
অপরদিকে উপজেলার কচুয়া পশ্চিম পাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে লাবনী আক্তার। তার মা সফিরন (৪৫) গতরাত সাড়ে নয়টার দিকে মারা যান।
উভয় বাড়িতেই বইছে শোকের মাতম। চলছে মরদেহ দাফনের প্রস্তুতি। মায়ের মৃত্যুর পর সায়মা আক্তার ও লাবনী আক্তার ভেঙে পড়লেও স্বজনদের কথায় এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দিতে আসে তারা।
হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, সায়মা মেধাবী শিক্ষার্থী। তবে মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিতে আসা সত্যি কষ্টদায়ক। আল্লাহ যেন তার সহায় হোন।
Advertisement
আব্দুল্লাহ আল নোমান/এফএ/জিকেএস