আন্তর্জাতিক

ভারতে ডেলিভারি বয় সেজে তরুণীকে ধর্ষণ

ভারতে ডেলিভারি বয় সেজে তরুণীকে ধর্ষণ

ভারতের পুনেতে একটি অভিজাত এলাকায় ২২ বছর বয়সী এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় ঢুকেছিলেন ধর্ষক। চলে যাওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি আবারও আসার হুমকি দিয়ে যান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক ব্যক্তি কুরিয়ার ডেলিভারি বয় সেজে ওই তরুণীর বাসায় প্রবেশ করেন। এরপর তরুণীর কাছে মোবাইলের ওটিপি চান। তরুণী ওটিপি না আসার কথা জানালে, ওই ব্যক্তি বলেন কাগজে সই করতে হবে। একপর্যায়ে তরুণী দরজা খুললে ওই ব্যক্তি তার মুখে কিছু একটা স্প্রে করেন। এতে তরুণী অচেতন হয়ে পড়ার পর তাকে ধর্ষণ করা হয়। এরপর ধর্ষক ওই তরুণীর ফোনে একটি সেলফি তোলেন ও লিখে রেখে যান, আমি আবার আসবো।

ডেপুটি কমিশনার অব পুলিশ (জোন ৫) রাজকুমার শিন্ডে জানান, অভিযুক্ত ব্যক্তি দরজায় কুরিয়ার নিয়ে হাজির হন এবং তরুণীর কাছে একটি কলম চান কাগজে সই করার জন্য। তরুণী যখন পেছন ফিরে কলম আনতে যান, তখন ওই ব্যক্তি ঘরের মধ্যে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পরবর্তী সময়ে কী ঘটেছে তা মনে করতে পারছেন না ভুক্তভোগী তরুণী। সন্ধ্যা সাড়ে ৮টার দিকে তিনি জ্ঞান ফিরে পান ও আতঙ্কগ্রস্ত অবস্থায় আত্মীয়দের ফোন করেন। আত্মীয়রা পুলিশকে খবর দেন।

Advertisement

তদন্তকারীরা সন্দেহ করছেন, অভিযুক্ত ব্যক্তি কোনো রাসায়নিক স্প্রে বা চেতনা-নাশক ওষুধ ব্যবহার করে তরুণীকে অচেতন করেছিলেন। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করছে।

পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে ও এলাকার সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ দেখা গেছে বলে জানানো হয়েছে। তাকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় ভরতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৬৪ (ধর্ষণের শাস্তি), ৭৭ (ভয়ারিজম) ও ৩৫১ (২) (অপরাধমূলক হুমকি) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Advertisement

এসএএইচ