২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯১ কোটি এক লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
Advertisement
সোমবার (২ জুন) বিকেলে বেতার ও টেলিভিশনের মাধ্যমে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই বাজেট উপস্থাপন করেন। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দুদকের জন্য বরাদ্দ ছিল ১৬৪ কোটি টাকা।
সালেহউদ্দিন আহমেদ বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি নির্মূলের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর সংশোধন কার্যক্রম চলমান।
অর্থ উপদেষ্টা বলেন, বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে দুর্নীতি দমন সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন অনুসরণে দুর্নীতি দমন কমিশন যথাযথভাবে কাজ করে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার গঠিত ‘দুদক সংস্কার কমিশন’ সম্প্রতি তাদের সুপারিশ প্রদান করেছে, যা যাচাইপূর্বক দ্রুত বাস্তবায়ন করা হবে।
Advertisement
এসএম/ইএ/এমএস