সাবেক ক্রিকেটার এবং ব্যবসায়ী আহমেদ রায়হান নিজাম মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৯ জুন যুক্তরাষ্ট্রে মারা যান তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন।
Advertisement
আহমেদ রায়হান ছিলেন ওবায়দুর রহমান নিজামের (ও আর নিজাম) কনিষ্ঠ পুত্র। স্বাধীনতাপূর্ব বাংলাদেশে চট্টগ্রাম পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন তার বাবা। যার নামে চট্টগ্রাম শহরের একটি সুপরিচিত সড়ক ‘ও আর নিজাম রোড’ নামকরণ করা হয়।
ফৌজদারহাট ক্যাডেট কলেজের শিক্ষার্থী আহমেদ রায়হান উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে রচেস্টার বিশ্ববিদ্যালয় এবং পরে স্ক্র্যান্টন বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন।
আরও পড়ুনজাপানে শিক্ষাবৃত্তি ও বাংলাদেশি কর্মী নিয়োগ বাড়ানোর আহ্বানপানিবণ্টন সমস্যা সমাধানে ভারতের সঙ্গে আলোচনা চলছেআহমেদ রায়হান নিজাম ছিলেন এক নিবেদিতপ্রাণ ক্রীড়াবিদ ও কৃতি ক্রিকেটার। বাহাতি স্পিন বোলিংয়ের জন্য সুপরিচিত ছিলেন এবং বাংলাদেশ রেলওয়েসহ একাধিক দলে খেলেছেন। উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে পারিবারিক ব্যবসা টার্নার গ্রাহামস বাংলাদেশ -এর হাল ধরেন এবং প্রতিষ্ঠানটির পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
Advertisement
মৃত্যুকালে আহমেদ রায়হান নিজাম স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
কেএসআর/জেআইএম