নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে গাছের চারা রোপণ করে মেয়ের প্রথম জন্মদিন উদযাপন করা দম্পতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
Advertisement
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ওই দম্পতিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দম্পতির হাতে উপহার হিসেবে একটি গিফট বক্স ও একটি গাছ তুলে দেন। সেইসঙ্গে কেক কেটে তাদের মেয়ের জন্মদিন উদযাপন করেন।
এর আগে নারায়ণগঞ্জ শহরের জেলা পরিষদ এলাকার আরিফুল ইসলাম ও আসমাউল হুসনা দম্পতি তাদের একমাত্র মেয়ে আরিবাহ ইসলামের প্রথম জন্মদিন উদযাপন করেন গাছের চারা রোপণ করে। বিষয়টি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নজরে আসে। পরে তিনি তাদের ডেকে নিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সম্মানিত করেন।
Advertisement
আসমাউল হুসনা বলেন, “জেলা প্রশাসকের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ প্রজেক্টে উদ্বুদ্ধ হয়ে আমরা সিদ্ধান্ত নিই, আমরা মেয়ের জন্মদিন অন্যরকমভাবে উদযাপন করবো। সমাজ এবং দেশের প্রতি প্রতিটি মানুষের দায়বদ্ধতা থেকে যায়। সে কারণেই আমরা গাছের চারা রোপণ করে ভিন্ন আঙ্গিকে জন্মদিন উদযাপন করি। জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত করার জন্য। উপহার হিসেবে গাছের চারা দেওয়া আমাদের মাঝে আরও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গ্রিন অ্যান্ড ক্লিনের প্রতি অনুপ্রাণিত হয়ে এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ থেকে তারা গাছের চারা লাগিয়ে মেয়ের জন্মদিন উদযাপন করেছেন। এটা মনে হয় বাংলাদেশে আর কেউ করেননি। এরকম মানসিকতা যদি সবার মাঝে থাকে, আমাদের যে উদ্দেশ্য এই শহরটাকে সবুজ করতে চাই সেটি করা সম্ভব হবে।
মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম
Advertisement