খেলাধুলা

ডাবল সেঞ্চুরিতে ইতিহাস অধিনায়ক গিলের

ডাবল সেঞ্চুরিতে ইতিহাস অধিনায়ক গিলের

অধিনায়ক হিসেবে ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন। তাতেই ইতিহাস শুভমান গিলের।

Advertisement

ভারতের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টে ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। টেস্টে এটা শুভমানেরও প্রথম ২০০ রানের ইনিংস।

এর আগে টেস্টে গিলের সর্বোচ্চ ইনিংসটি ছিল ১৪৭ রানের। চলতি সিরিজেই ইংল্যান্ডের বিপক্ষে লিডসে প্রথম টেস্টে এই ইনিংস খেলেছিলেন ভারতীয় অধিনায়ক।

টেস্টে এটি শুভমানের সপ্তম সেঞ্চুরি ও প্রথম ডাবল। এখন পর্যন্ত ২২৯ রানে অপরাজিত আছেন তিনি।

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বার্মিংহ্যাম টেস্টে ইংল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৫০৩ রান।

এমএমআর/জেআইএম