জাতীয়

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে আরও ৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ছয়জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের প্রসিদ্ধ ১০ হাসপাতাল ও ল্যাবে ১১৮ জনের করোনা পরীক্ষা হয়। এর মধ্যে শেভরন হাসপাতাল ও ল্যাবে ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

Advertisement

বৃহস্পতিবার (৩ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১৬ জনের পরীক্ষায় ছয়জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

আক্রান্ত ছয়জনের মধ্যে সবাই নগরীর বাসিন্দা। চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ১৭১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ১৬ জন জেলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ৮৫ ও পুরুষ ৮৫ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন নারী।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১০টি হাসপাতালে ১১৮ জনের পরীক্ষা হয়। এর মধ্যে একটি হাসপাতালে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

এমআরএম/জেআইএম