দেশজুড়ে

মেঘনা থেকে বালু উত্তোলন করায় দুজনের কারাদণ্ড

মেঘনা থেকে বালু উত্তোলন করায় দুজনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ড্রেজার জব্দ করা হয়।

Advertisement

সোমবার (২ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতে উপজেলার দুর্গাপুর এলাকা থেকে ড্রেজারটি জব্দ করা হয়।

তারা হলেন, দেলোয়ার হোসেন (৫৩) ও রফিক মিয়া (৪০)। তাদের একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তাদের দুজনের বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, ‘নদীর আশুগঞ্জ এলাকায় বালু উত্তোলনের কোনো অনুমোদন নেই। অবৈধভাবে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় একটি ড্রেজার জব্দ ও দুজনকে আটকের একমাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এমএস