ক্যাম্পাস

সাতদিনে জবি ছাত্রদলের সদস্য ফরম নিলো ৩৪০ শিক্ষার্থী

সাতদিনে জবি ছাত্রদলের সদস্য ফরম নিলো ৩৪০ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রথম সাত দিনেই ৩৪০ জন শিক্ষার্থী ফরম নিয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৩ জুলাই) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এখন পর্যন্ত ৩৪০ জন সদস্য ফরম নিয়েছেন। এর মধ্যে ১০ জন ছাত্রী এবং ৩৩০ জন ছাত্র। সবচেয়ে বেশি সাড়া মিলেছে ১৮, ১৯ এবং ২০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে।

তিনি আরও জানান, এই কর্মসূচি মাসব্যাপী চলবে। পাশাপাশি আগামী রোববার (৬ জুলাই) থেকে সংগঠনের দীর্ঘদিনের কর্মীদের মাঝে ফরম বিতরণ শুরু হবে।

Advertisement

শাখা ছাত্রদল জানিয়েছে, নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা এবং আগ্রহী শিক্ষার্থীদের ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল সবসময় গণতান্ত্রিক চেতনা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের পক্ষে কাজ করে এসেছে। নতুন প্রজন্মের আগ্রহ দেখে আমরা আশাবাদী। প্রথম সপ্তাহেই ৩৪০ জন শিক্ষার্থীর ফরম নেওয়া প্রমাণ করে, ক্যাম্পাসে ছাত্রদলের প্রতি আস্থা বাড়ছে। আমরা চাই সচেতন, দায়িত্বশীল ও সংগঠনের আদর্শে বিশ্বাসী শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে। মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে আমরা একটি সুসংগঠিত ও সক্রিয় কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছি।

এর আগে, গত ২৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের উপস্থিতিতে ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়। এখনও এই কার্যক্রম চলমান রয়েছে ক্যাম্পাসে।

টিএইচকিউ/এমআরএম/জেআইএম

Advertisement