আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঋণের সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে এক লাখ ২২ হাজার কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ এক লাখ কোটি টাকা। এছাড়া বৈদেশিক ঋণের সুদ ২২ হাজার কোটি টাকা।
Advertisement
সোমবার (২ জুন) বিকেলে বাজেট বক্তব্যে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা বলেন, আগামী অর্থবছরে সামগ্রিক বাজেট ঘাটতির পরিমাণ ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা দেশের মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। এই ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে জোগান দেওয়া হবে এক লাখ ২৫ হাজার কোটি টাকা। বৈদেশিক উৎস থেকে আসবে এক লাখ এক হাজার কোটি টাকা।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জন্য বাজেট ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। তবে সংশোধিত হিসাবে সেটি কমিয়ে ২ লাখ ২৬ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হচ্ছে, যা জিডিপির ৪ দশমিক ১ শতাংশ।
Advertisement
আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় যা ৭ হাজার কোটি টাকা কম। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেটের আকার কমলো।
ইএআর/কেএসআর/এএসএম