চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ জুলাই) উপজেলার হাট বোয়ালিয়া বাজারে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মো. মামুনুল হাসান।
Advertisement
ভ্রাম্যমাণ আদালত মেসার্স হৃদয় মিষ্টান্ন ভাণ্ডারকে পাঁচ হাজার টাকা, মেসার্স সোহাগ মিষ্টান্ন ভাণ্ডারকে ৩০ হাজার টাকা ও মেসার্স বিশ্বাস মেডিকেল কেয়ারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
হুসাইন মালিক/আরএইচ/জিকেএস
Advertisement