আন্তর্জাতিক

রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান নিহত

রাশিয়ার নৌবাহিনীর উপ-প্রধান মেজর জেনারেল মিখাইল ইয়েভগেনিয়েভিচ গুদকভ কুরস্ক অঞ্চলে এক অভিযানের সময় নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, মেজর জেনারেল গুদকভ রাশিয়ার পশ্চিম সীমান্তে যুদ্ধ সংক্রান্ত একটি মিশনে অংশগ্রহণকালে প্রাণ হারান। তবে ঠিক কী ধরনের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, তা বিস্তারিতভাবে জানানো হয়নি।

কুরস্ক অঞ্চলটি ইউক্রেন সীমান্তবর্তী এবং ২০২২ সাল থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলটি বিভিন্ন ধরনের হামলার সম্মুখীন হয়ে এসেছে, যার মধ্যে রয়েছে ড্রোন হামলা, গোলাবর্ষণ এবং নাশকতা।

আরও পড়ুন>

Advertisement

মালিতে ৩ ভারতীয় নাগরিককে অপহরণ, ফিরিয়ে আনতে তৎপর দিল্লি ভারতে অ্যাপলের কারখানা থেকে চীনা কর্মীদের প্রত্যাহার, সংকটে আইফোন উৎপাদন

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ফোনে কথা বলেছেন বলে জানিয়েছে ক্রেমলিন প্রেস সার্ভিস। এর আগে তাদের মধ্যে ফোনালাপ হয়েছিল ২০২২ সালের সেপ্টেম্বরে।

পুতিন ম্যাক্রোঁকে বলেছেন, ইউক্রেন সংকট মূলত পশ্চিমা দেশগুলোর নীতির সরাসরি ফলাফল, যারা বহু বছর ধরে রাশিয়ার নিরাপত্তা উদ্বেগগুলো উপেক্ষা করেছে এবং ইউক্রেনকে একটি বিরোধী ঘাঁটিতে রূপান্তর করেছে।

তিনি আরও বলেন, যেকোনো শান্তি চুক্তি হতে হবে দীর্ঘমেয়াদি ও ইউক্রেন সংকটের মূল কারণগুলোকে সমাধান করে এবং বর্তমান ভূখণ্ডগত বাস্তবতাকে স্বীকার করে নিতে হবে।

দুই নেতা ইরান-ইসরায়েল উত্তেজনা নিয়েও কথা বলেন এবং কূটনৈতিক সমাধানের পক্ষে মত দেন। তারা ভবিষ্যতেও যোগাযোগ বজায় রাখার এবং সমন্বিত অবস্থান নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন।

Advertisement

সূত্র: এএফপি

এমএসএম