বিনোদন

ঈদে আসছে অদ্ভূত সব চরিত্রের ‘ভিউ পাগলা’

ঈদে আসছে অদ্ভূত সব চরিত্রের ‘ভিউ পাগলা’

নন্দপুরের অদ্ভূত সব মানুষদের চালচিত্র অবলম্বনে নির্মিত হয়েছে সাত পর্বের ব্যতিক্রমধর্মী নাটক ‘ভিউ পাগলা’। কনটেন্ট ক্রিয়েটরদের বেপরোয়া দৌড়, পারিবারিক প্রতিযোগিতা আর ইউটিউব-ভিউ নির্ভর সম্পর্ক নিয়ে হাস্যরসের মোড়কে নাটকটি তৈরি করেছেন নির্মাতা আলী সুজন। এটি রচনাও করেছেন তিনি।

Advertisement

নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন লাক্স তারকা নাদিয়া আফরিন মীম। তার সঙ্গে আছেন আখম হাসান ও তারেক স্বপন। এতে আরও অভিনয় করেছেন রেশমি রেশমা, এস এম কামরুল বাহার, হারুন অর রশীদ বান্টি, সনজিব আহমেদ, সুমন আহমেদ বাবু, রুপ কথা, নাহার নওরিন, বজলুর রহমান, জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

নাটকের গল্পে দেখা যাবে রাবিনা ছটফট মাস্টারের বড় কন্যা এক সময়ের ভাইরাল হিট ইউটিউবার। তার ছোট বোন মনি লিয়ন নিজেকে ‘সানি লিওন’ দাবি করে আলোচনায় থাকতে চায়। তাদের মা ববিতা একজন বিউটি চ্যানেলের মালিক। তিনি সারাক্ষণ ব্যস্ত থাকেন রূপচর্চা ও ‘ভিউ’ বাড়ানোর ছক নিয়ে। এ নিয়েই পারিবারিক উত্তেজনা ও প্রতিযোগিতা চলে ছটফট মাস্টারের সংসারে।

এদিকে এলাকার নামকরা কনটেন্ট ক্রিয়েটর রবিন টাট্টুও ভাইরাল হওয়ার নেশায় মত্ত। একসময় রাবিনার সঙ্গে তার প্রেম ছিল। গল্পে আগমন ঘটে পাশের গ্রামের ঝন্টু কোরিয়ানের। সে রাবিনাকে প্রেমে ফেলে বিয়ে করে কোরিয়ান ভাষা শিখে কোরিয়ায় চলে যায়।

Advertisement

বিদেশ থেকে ফিরে ঝন্টু কোরিয়ান জামাই হয়ে আসলে রাবিনার পরিবারে শুরু হয় তুলকালাম কাণ্ড। কোরিয়ান খাবার, উদ্ভট আদবকায়দা আর শাশুড়ির সাথে সংঘর্ষে রাবিনার সংসারে ঝামেলা শুরু হয়।

এমন সময় ভাইরাল হওয়ার আশায় মাঠে নামে মনি লিয়ন এবং ভিউ বৃদ্ধিতে নেমে আসে কুখ্যাত ভিউ পাগলা মতলব কেরা। রাবিনার পুরনো প্রেমিক রবিন টাট্টুও ফিরে আসে। এক সময় সম্পর্ক ও টাকার হিসাব নিয়ে বেঁধে যায় ঝামেলা। নানা নাটকীয়তায় এগিয়ে চলে গল্পে।

পরিচালক আলী সুজন বলেন, ‘গল্পে মজার ছলে শিক্ষামূলক বার্তা দেয়ার চেষ্টা করেছি। ভিউয়ের পেছনে ছোটার নামে দেশের সংস্কৃতি ধ্বংস করা যাবে না- এটাই আমাদের মূল প্রতিপাদ্য। এখানে একঝাঁক তারকা অভিনয় করেছেন। নাটকটি দর্শকের ভালো লাগবে প্রত্যাশা করছি।’

পাওয়ার্ড বাই এক্সপার্ট বেকট্রল নিবেদিত অহনা মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত নাটকটি জিটিভিতে প্রচার হবে ঈদের দিন থেকে টানা সাত দিন। প্রতি দিন রাত ৯৩০ মিনিটে দেখা যাবে নাটকটি।

Advertisement

এলআইএ/জেআইএম