দেশজুড়ে

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: সেলিমা রহমান

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। নির্বাচনের জন্য যা যা দরকার বিএনপি তা করবে। সেটা আগামী দিনে জানতে পারবেন। কর্মসূচি আসবে।’

Advertisement

রোববার (১ জুন) বিকেলে নরসিংদী জেলা মহিলা দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য ছিল, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। বেঁচে থাকা ও কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়া। সেখানে আমাদের লক্ষ্য পরিপূর্ণ হয়নি। আজকে সংস্কারের কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্নভাবে নির্বাচনকে প্রলম্বিত করছে। সংস্কার একদিনে হয় না। সংস্কার চলমান প্রক্রিয়া। তাই সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনারা দ্রুত নির্বাচন দিন।’

নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট উম্মে সালমা মায়ার সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, ঢাকা মহানগর মহিলা দলের যুগ্ম-সম্পাদক হাবিবা চৌধুরী বীথি ও সালমা আক্তার স্বপ্ন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

সঞ্জিত সাহা/আরএইচ/জিকেএস