রাজনীতি

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি গণঅধিকার পরিষদের

বরিশালে আদালত কর্তৃক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে জাতীয় পার্টির (জাপা) মিথ্যা ও হয়রানিমূলক মামলা গ্রহণের নির্দেশের প্রতিবাদে মশাল মিছিল হয়েছে। এ সময় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানায় গণঅধিকার পরিষদ।

Advertisement

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন, পানির টাঙ্কি ঘুরে আলরাজি কমপ্লেক্সর সামনে এসে শেষ হয়।

মশাল মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, এখনো কেন জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে না? কারা জাতীয় পার্টি ও জিএম কাদেরকে প্রোটেকশন দিচ্ছে? জিএম কাদের কি হাসিনার চেয়েও শক্তিশালী? হাসিনা দিল্লি পালিয়ে গেছে, আর ভারতের এজেন্ট জিএম কাদের বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। জনগণ স্লোগান শুরু করেছে, আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে। মানে জাপাকে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশালে আমাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে মামলা গ্রহণের নির্দেশদাতা ম্যাজিস্ট্রেটকেও প্রত্যাহার করতে হবে। জাপা ও আপার দোসর না হলে ২৪ এর বিপ্লবীদের বিরুদ্ধে এই মামলা নেওয়ার কথা তিনি বলতে পারতেন না। আমি এরই মধ্যে আইন উপদেষ্টাকে মামলা প্রত্যাহারের বিষয়ে অবহিত করেছি। হাসিনার আমলে আমরা মামলা খেয়েছি। এখনো যদি মামলা খেতে হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?

Advertisement

নেতাকর্মীরা জাপা কার্যালয়ের ইট খুলে আনতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমি দায়িত্বশীল জায়গায় থেকে নেতাকর্মীদর এই নির্দেশনা দিতে পারি না। কিন্তু পদক্ষেপ না নিলে কত সময় তাদেরকে থামিয়ে রাখবো। সরকারকে বলবো, জাতীয় পার্টির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিন, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করুন। অন্যথায় জিএম কাদেরের বিরুদ্ধে নুরুল হুদার মত মব নেমে আসলে, তখন তার দায় জনগনকে দিতে পারবেন না। সুতরাং জনগণ আইন হাতে তুলে নেওয়ার আগেই, আওয়ামী লীগ, জাপা ও ১৪ দলের কালপ্রিটদের ধরুন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, জাতীয় পার্টি বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী স্বৈরাচার আওয়ামী লীগের সহযোগী ছিলো। আওয়ামী ফ্যাসিবাদের লুটপাট, গুম-খুনসহ সব অপকর্মের সঙ্গে জাতীয় পার্টি জড়িত। তাই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির নেতাদের গ্রেফতারের পাশাপাশি দলটিকে নিষিদ্ধ করতে হবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু, রবিউল হাসান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি, যুব অধিকার পরিষদের সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস প্রমুখ।

এমএইচএ/এসএএইচ

Advertisement