আন্তর্জাতিক

বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ভারত

বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ভারত

অন্য যে কোনো দেশে নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভারতে আশ্রয় নিতে পারেন বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বন, পরিবেশ ও বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন। তিনি আরও বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়টি বিশেষভাবে দেখা হচ্ছে।

Advertisement

শুক্রবার (৪ জুলাই) কলকাতার শিবপুর বোটানিক্যাল গার্ডেনে এক অনুষ্ঠানে অংশ নেন কীর্তি বর্ধন। সেসময় তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। বারবার আমাদের সরকারের পক্ষ থেকে তাদের বলা হয়েছে, যদি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো নির্যাতন হয়ে থাকে, তাহলে সেটা বন্ধ হওয়া উচিত।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে নীতি তৈরি করা হয়েছে। অন্য কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা যদি ভারতে আসতে চান, আশ্রয় নিতে চান, তাহলে তারা আসতে পারেন। যদি কোথাও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা অত্যাচারিত হয়ে থাকেন বা কোন যুদ্ধ পরিস্থিতিতে পড়েন, তাদের সবার জন্য আমাদের দেশের দরজা খোলা। আমরা একটা নীতি তৈরি করেছি, তারা সবাই আমাদের এখানে এসে থাকতে পারবেন।

তিনি আরও বলেন, ভারত এই বিষয়ে জনপ্রিয়। এখানে পার্সি থেকে শুরু করে আর্মেনিয়ান সবাই আমাদের দেশের আশ্রয় পেয়েছে। সবাই মিলে একসঙ্গে আশ্রয় পেয়েছেন। এ কারণে আমাদের ভারত এত মহান দেশ।

Advertisement

ডিডি/এসএএইচ