বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তি বেড়েছে ২৬ শতাংশ, দক্ষিণ এশিয়ায় শীর্ষে২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে শিক্ষার্থী ভর্তির হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ‘ওপেন ডোরস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডাটা’র তথ্য অনুযায়ী, এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির হার বেড়েছে ২৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বোচ্চ।
যে ৮ দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজঅনেকেই বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন কিন্তু স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া নিয়ে দুশ্চিন্তায় থাকেন। স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করা বেশ কষ্টকর ও জটিল মনে হতে পারে। কারণ ফর্মপূরণ, নানা রকম কাগজপত্র, সময়সীমা এবং দূতাবাসে যাওয়া বিষয়গুলো নানা সময় হয়ে ওঠে ঝামেলার। কিন্তু এমন কিছু দেশ রয়েছে যারা এই পুরো প্রক্রিয়াটিকে অনেক সহজ এবং শিক্ষার্থী বান্ধব করে তুলেছে।
৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পেরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ আগামী পাঁচদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের ওপর ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। শুক্রবার (৪ জুলাই) সকালে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
Advertisement
ট্রাম্প-পুতিন ফোনালাপের পরেই কিয়েভে রেকর্ডসংখ্যক ড্রোন হামলারাশিয়ার রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ফের কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শুক্রবার (৪ জুলাই) সকালে গোটা শহরের আকাশ ছেঁয়ে যায় গাঢ় ধোঁয়ায়। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন।
পুতিনের সঙ্গে ফোনালাপে হতাশ ট্রাম্পরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক টেলিফোন আলাপ হতাশাজনক ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিন ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে আন্তরিক নন বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র ‘প্রতারণা’ বন্ধ না করলে কোনো আলোচনা নয়: ইরানপরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই কূটনৈতিক অঙ্গীকারে সত্যিকারের আন্তরিকতা প্রমাণ করতে হবে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়ারাশিয়া তালেবান সরকারের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে, যা দেশটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অংশ হিসেবে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো।
Advertisement
গাজায় ত্রাণ নিতে গিয়ে ৬ শতাধিক নিহত: জাতিসংঘঅবরুদ্ধ গাজা উপত্যকায় শুক্রবার (৪ জুলাই) সকালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ২০ জন মারা গেছেন সহায়তার জন্য অপেক্ষারত অবস্থায় গুলিতে। এক হাসপাতালের মর্গ থেকে এসব মরদেহ গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
জার্মানিতে প্রতি ২৫ জনে একজন আশ্রয়প্রার্থী, কঠোর অবস্থানে সরকারজার্মানিতে ২০২৪ সালে স্বীকৃত আশ্রয়প্রার্থী ও সুরক্ষার নিশ্চিত অধিকার পাওয়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ৩৩ লাখ। এর মধ্য দিয়ে জার্মানির জনসংখ্যা বেড়েছে ৪ দশমিক ১ শতাংশ। রক্ষণশীলদের নেতৃত্বে থাকা দেশটির নতুন সরকার এই সংখ্যাটি কমাতে নানা উদ্যোগ নিচ্ছে।
প্রতিনিধি পরিষদে ট্রাম্পের ‘বিগ বিউটিফুল বিল’ পাসমার্কিন প্রতিনিধি পরিষদে প্রায় ২৯ ঘণ্টার টানা বিতর্ক শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ব্যাপক করছাড় ও ব্যয় পরিকল্পনা সংবলিত বিল ‘বিগ বিউটিফুল বিল’ পাস হয়েছে।
কেএএ/এএসএম