জাতীয়

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: উপদেষ্টা আসিফ মাহমুদ

জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের: উপদেষ্টা আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাইতে শহীদ হতে না পারা আমার জন্য আফসোসের। ৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ আসলে পিছপা হবো না। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

Advertisement

ফেসবুকে উপদেষ্টা লেখেন, গত বছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলো একজন। এদেশের জনগণ তার কী পরিণতি করেছে তা সবারই জানা।

তিনি আরও লেখেন, জুলাই এদেশে লাখ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে। আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন আমাদের ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সবশেষ তিনি লেখেন, ‘একটারে মারি একটাই যায়, বাকিডি যায় না স্যার।’ ভুলে গেছেন?

Advertisement

এনএস/এসএএইচ