সংস্কার প্রসঙ্গে বিএনপির সহ-প্রচার সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এখন ছোট ছোট ছেলেরা সংস্কারের কথা বলে। এসব সংস্কারের কথা বেগম খালেদা জিয়া ২০১৬ সাল থেকে বলে আসছেন। তারেক রহমান ২০২১ সাল থেকে ২৭ ও ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছেন।
Advertisement
শনিবার (৩১ মে) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের উত্তর খয়রাকুরিতে সরকারি মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন। হালুয়াঘাট পৌর বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, যতবার বাংলাদেশের মানুষ পথ হারিয়েছে, ততবার আলোর পথে পথ দেখিয়েছেন জিয়াউর রহমান, জিয়া পরিবার। এখনো পথ দেখাচ্ছেন তারা।
গার্মেন্টস ও জনশক্তি রপ্তানির কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক ভিত গড়েছেন জিয়াউর রহমান। কিন্তু আওয়ামী লীগ বারবার উন্নয়নের গল্প শুনিয়েছে। মূলত আওয়ামি লীগ উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাট করেছে।
Advertisement
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, হালুয়াঘাট পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাতোষ সরকার, ট্রাইবাল অ্যাসোসিয়েশন হালুয়াঘাটের চেয়ারম্যান সুব্রত রেমা প্রমুখ।
কামরুজ্জামান মিন্টু/এসআর/জেআইএম
Advertisement