মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘মৌসুমের কারণে কিছুটা ডিমের দাম কমেছে। বিদ্যুৎ ও ফিডের দাম অনেক বেশি। উৎপাদনের ৭০ শতাংশ খরচ হচ্ছে ফিডে। কাজেই ফিডের দাম কমানো জরুরি। এতে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
Advertisement
শনিবার (২৮ জুন) বিকেলে টাঙ্গাইলে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিতকরণে করণীয় নিরাপদ খাদ্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘নদী-নালা, খাল-বিলে যেসব মাছ পাওয়া যায় সেগুলো রক্ষার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। সব চেয়ে বেশি সমস্যা হচ্ছে নিষিদ্ধ জালের ব্যবহারে। এর কারণে শুধু মাছ নয়, জলজ সব প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। যারা এসব জাল ব্যবহার করে মাছ ধরছে তাদের নৌ পুলিশ ও কোস্টগার্ড আটক করছে।’
টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম এ রশীদ, ব্যুরোর ময়মনসিংহ বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক ইসতিয়াক আহাম্মেদ ও উবিনীগের পরিচালক সীমা দাশ সিমু প্রমুখ।
Advertisement
আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/জেআইএম