শিক্ষা

এইচএসসির দ্বিতীয় দিনে কোন বোর্ডে কোন বিষয়ের পরীক্ষা

এইচএসসির দ্বিতীয় দিনে কোন বোর্ডে কোন বিষয়ের পরীক্ষা

এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হবে রোববার (২৯ জুন)। এদিন সাধারণ ৯টি শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড এবং কারিগরি বোর্ডের অধীনে একটি করে আবশ্যিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

সময়সূচি অনুযায়ী- এদিন সকাল ১০টা থেকে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। তিন ঘণ্টার এ পরীক্ষার পূর্ণমান ১০০। সারাদেশের এক হাজার ৬০০টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।

বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে রোববার আলিমের আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ মাহির বিভাগ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষাও সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। সারাদেশের ৪৫৯টি কেন্দ্রে আলিমের আরবি সাহিত্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুরু হবে দুপুর ২টায়, যা শেষ হবে বিকেল ৫টায়। দেশের ৭৩৩টি কেন্দ্রে কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি-১ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Advertisement

কেন্দ্রে প্রবেশে জরুরি নির্দেশনা

এদিকে, এইচএসসি পরীক্ষার কেন্দ্রগুলোর আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধু পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের সুযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা (পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে) বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ঢাকা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ১১টি শিক্ষা বোর্ডের অধীন ফরম পূরণ করেছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছেন ৪৩ পরীক্ষার্থী। তাদের মধ্যে ৬ জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির।

Advertisement

এএএইচ/এমএএইচ/জেআইএম