চাঁপাইনবাবগঞ্জের ব্যানানা ম্যাংগো যাচ্ছে কাতার। শনিবার (২৮ জুন) বিকেলে শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার এলাকার শামিউল আযম নামের এক উদ্যোক্তার বাগান থেকে ২১০ কেজি আম রপ্তানি হয়েছে।
Advertisement
শামিউল আযম বলেন, নিজ উদ্যোগে কাতারের একটি বিজনেস এক্সপোতে আম পাঠাতে শুরু করেছি। সকালে গাছ থেকে আম নামিয়ে প্যাকেট করে ২১০ কেজি বিকেলে ঢাকায় পাঠিয়েছি। ভোর ৪টায় বিমানে কাতার যাবে এসব আম। আশা করছি এর পরের চালানে দুই টনের বেশি আম পাঠাতে পারবো।
শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া বলেন, এখন পর্যন্ত এ উপজেলা থেকে ৭০ টনের বেশি আম বিদেশে রপ্তানি হয়েছে। আমরা চাষিদের সব ধরনের দিক নির্দেশনা দিচ্ছি। আজ ২১০ কেজি আম কাতারে পাঠানো হয়েছে।
সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম
Advertisement