রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে ধরা পড়েছে ৫০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। যা ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
Advertisement
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ঢাকা উত্তরার এক ব্যবসায়ী এক হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকায় মাছটি কিনে নেন।
এর আগে দুপুরে জেলে সিদ্দিকুর রহমান তার সহযোগিদের নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান। বিকেল ৩টার দিকে জাল টেনে তুলতে গিয়ে দেখেন বিশাল আকৃতির বাঘাইড় মাছ আটকা পড়েছে।
পড়ে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ে নিলাম ডাকা হয়। এসময় এক হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন ঘাটের চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা। পরে তিনি সেই মাছ ৮০ হাজার টাকায় রাজধানীর উত্তরার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
Advertisement
রুবেলুর রহমান/জেডএইচ/জেআইএম