সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। এ অবস্থায় দুই পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
Advertisement
আরও পড়ুন
পাকিস্তানের ২৪ স্থাপনায় হামলা চালিয়েছে ভারতপাকিস্তানের পাশে দাঁড়ালো তুরস্কবুধবার (৭ মে) এক ফেসবুক বার্তায় তিনি লেখেন, সম্প্রতি কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু'দেশের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, এরই মধ্যে হামলা-পাল্টা হামলার মতো ঘটনা ঘটেছে। তা কারো জন্যই মঙ্গলজনক হবে না।
তিনি আরও লেখেন, এই ঘটনার গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। দিনশেষে যুদ্ধ কারো জন্যেই কল্যাণকর নয়।
Advertisement
বার্তায় তিনি আরও উল্লেখ করেন, কাশ্মীরবাসীর সমস্যার স্থায়ী সমাধান আন্তরিকভাবে কামনা করি।
এএএম/এএমএ/জেআইএম