আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ জুলাই ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ জুলাই ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

নিহত সোহাগ ‘হিন্দু’, দাবি ভারতীয় মিডিয়ার

রোববার (১৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে এমন দাবি তুলে সংবাদ প্রচার করে। এনডিটিভি তাদের শিরোনামে লিখেছে, ‘বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে গণপিটুনি, মরদেহের ওপর হামলাকারীদের নাচ’। অন্যদিকে ইন্ডিয়া টুডে তাদের শিরোনাম দিয়েছে, বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীকে কংক্রিটের স্ল্যাব দিয়ে পিটিয়ে হত্যা, শরীরের ওপর নাচছেন হামলাকারীরা...

যুক্তরাষ্ট্র ফের সামরিক সহায়তা শুরু করেছে: জেলেনস্কি

Advertisement

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুক্তরাষ্ট্র আবার সামরিক সহায়তা শুরু করেছে। যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই পদক্ষেপ নিলো যখন গত সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল।

কাশ্মীরের জনগণের প্রতি সমর্থন অব্যাহত থাকবে: শাহবাজ শরিফ

জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেই সংগ্রামে রাজনৈতিক, কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। রোববার (১৩ জুলাই) ‘কাশ্মীর শহীদ দিবস’ উপলক্ষে এক বার্তায় তিনি এমন মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্র হামলা না চালানোর নিশ্চয়তা দিলে আলোচনায় বসবে ইরান

Advertisement

ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তা দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫ আগস্ট ‘চূড়ান্ত’ আন্দোলনে নামছে ইমরান খানের পিটিআই

কারাবন্দি দলনেতা ইমরান খানের নির্দেশে শনিবার (১২ জুলাই) খাইবার পাখতুনখোয়া মুখ্যমন্ত্রী আলি আমিন গানদাপুরের নেতৃত্বে একটি বহর লাহোরে পৌঁছানোর মধ্য দিয়ে সরকারবিরোধী আন্দোলনের সূচনা করলো পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। লাহোরের রায়উইন্ডে একটি খামারবাড়িতে দলীয় পরামর্শ সভায় গানদাপুর বলেন, আমরা পরামর্শক্রমে বাস্তবধর্মী পদক্ষেপ নেবো। ৫ আগস্টের মধ্যে কীভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায়, তা ভাবতে হবে।

‘জাহাজের সবাই মুসলিম’: হুথির হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নাবিকদের

লোহিত সাগর দিয়ে যাতায়াতের সময় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলা থেকে বাঁচতে নতুন কৌশল নিচ্ছে বাণিজ্যিক জাহাজগুলো। সম্প্রতি নিজেদের জাতীয়তা ও ধর্মীয় পরিচয় প্রকাশ করে ট্র্যাকিং সিস্টেমে বার্তা দিচ্ছেন এসব জাহাজের নাবিকেরা, যাতে হুথিদের হামলা থেকে রক্ষা পাওয়া যায়।

‘ত্রাণ নিতে গেলে হাঁস-মুরগির মতো শিকার করা হয়’

অবরুদ্ধে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১১০ জন। নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-এর ত্রাণকেন্দ্রের সামনে খাদ্য সহায়তা সংগ্রহের জন্য অপেক্ষমাণ অবস্থায়। শনিবার (১২ জুলাই) দক্ষিণ রাফাহ শহরের আল-শাকুশ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলের বিরুদ্ধে ‘পদক্ষেপ’ নিতে এক হচ্ছে ২০টিরও বেশি দেশ

আন্তর্জাতিক আইনের ধারাবাহিক লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর ও কার্যকর পদক্ষেপ’ ঘোষণার লক্ষ্যে আগামী সপ্তাহে কলম্বিয়ার বোগোটায় জরুরি সম্মেলনে বসছে ২০টিরও বেশি দেশ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কূটনীতিকরা।

হামলার ভয়ে হেলমেটে সিসি ক্যামেরা লাগিয়ে ঘুরছেন যুবক

প্রতিবেশীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগে মাথায় হেলমেট লাগিয়ে তাতে সিসিটিভি ক্যামেরা বসিয়ে রাস্তায় বের হচ্ছেন ভারতের ইন্দোর শহরের বাসিন্দা সতীশ চৌহান। সম্প্রতি তার এমন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তালাকের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক, ভিডিও ভাইরাল

স্ত্রীর সঙ্গে তালাকের পর দুধ দিয়ে গোসল করে উদযাপন করেছেন ভারতের আসামের নলবাড়ি জেলার বাসিন্দা মানিক আলী। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন মানিক আলী। পাশে রাখা চার বালতি দুধ। একে একে প্রতিটি বালতি নিজের গায়ে ঢেলে গোসল করছেন তিনি।

এসএএইচ/জিকেএস