দেশজুড়ে

যেই নৌকা ডুবে গেছে, সেই নৌকা আর উঠতে দেওয়া হবে না

যেই নৌকা ডুবে গেছে, সেই নৌকা আর উঠতে দেওয়া হবে না

জাতীয় গণতান্ত্রিক পাটির (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগস্টের ৫ তারিখে আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। যেই নৌকা ডুবে গেছে, সেই নৌকা আর উঠতে দেওয়া হবে না।

Advertisement

রোববার (১৩ জুলাই) জুলাই সন্ধ্যায় গণঅভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষে গণসংযোগ ও র‌্যালি শেষে দিনাজপুর শহরের বাহাদুর বাজার মোড়ে পথসভায় তিনি একথা বলেন

রাশেদ প্রধান বলেন, ‍‍“ষড়যন্ত্র চলছে। ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের ক্যান্টনমেন্টের ভেতরে ‘এমআইএসটি’ নামে যেই শিক্ষাপ্রতিষ্ঠান, সেখানে ভারতীয় সেনার চার কর্মকর্তা এখনো কাজ করছে। আমরা জানি শেখ হাসিনার আমলে রাজনৈতিক দলগুলোর মধ্যে, প্রশাসনের মধ্যে, সরকারি-বেসরকারি জায়গায় ভারতীয় র’য়ের এজেন্টদের ঢুকানো হতো। কিন্তু শেখ হাসিনার পতনের ১০ মাস পরেও আমাদের সংরক্ষিত জায়গা ক্যান্টনমেন্টের ভেতরে এমআইএসটিতে ভারতের চারজন কর্মকর্তা কীভাবে কাজ করে তা অন্তর্বর্তী সরকারের কাছে জানতে চাই। কথা পরিষ্কার, আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসনকে মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ।”

পথসভায় দিনাজপুর জেলা জাগপার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল প্রধান ও জেলা জাগপার সভাপতি অ্যাডভোকেট নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক অরুণ রায় প্রমুখ।

Advertisement

এমদাদুল হক মিলন/এসআর