দেশজুড়ে

চাঁদপুরে ‘সমকামি’ সেই দুই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর

চাঁদপুরে ‘সমকামি’ সেই দুই মেয়েকে পরিবারের কাছে হস্তান্তর

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘সমকামি’ দুই মেয়েকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

Advertisement

রোববার (২৭ এপ্রিল) বিকেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম।

পুলিশ জানায়, মেয়ে দুটি দুই ধর্মের অনুসারী। এদের মধ্যে একজনের বয়স ১৯, অপরজনের ১৭। সনাতন ধর্মের অনুসারী কিশোরীর বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আর মুসলিম তরুণীর বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে। টিকটকের মাধ্যমে তাদের মধ্যে পরিচয় এবং পরবর্তীতে অস্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠে। তারা দাবি করেন, এরইমধ্যে তারা বিয়েও করেছেন। গোপালগঞ্জের ওই কিশোরী চাঁদপুরে তরুণীর বাড়িতে চলে আসে। পরে পুলিশের সহযোগিতায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, পরিবারের কাছে তাদের হাতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা যেন আর না ঘটে, সেজন্য পরিবারের লোকজনদের অনুরোধ করা হয়েছে।

Advertisement

শরীফুল ইসলাম/এসআর/জিকেএস