পর্দা উঠলো মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টা ১৫ মিনিটে শুরু হয় ৭৮তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ আয়োজনে নানা দেশের তারকারা অংশ নিয়েছেন। হাজির হয়েছেন বরেণ্য সব পরিচালক ও প্রযোজকেরা। উৎসব চলবে ২৪ মে পর্যন্ত।
Advertisement
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। এ আসরে তাকে দেওয়া হয় সম্মানসূচক পাম দর। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়, আগামী ১৮ মে অভিনেত্রী নিকোল কিডম্যানকে উইমেন ইন মোশন ২০২৫ সম্মাননা দেওয়া হবে।
উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হয়েছে অ্যামেলি বনিনের ‘লিভ ওয়ান ডে’। আমেলি বনিন তার প্রথম চলচ্চিত্রেই প্রমাণ করেছেন তিনি শিল্পের একটি নতুন ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম।
কান চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতার বাইরে হলিউড সুপারস্টার টম ক্রুজের ‘মিশন ইমপসিবল’-এর বিশেষ প্রদর্শনী হবে। গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে বুধবার এই ছবি দেখানো হবে। সেখানে উপস্থিত থাকবেন হলিউড তারকা ক্রুজ নিজেও।
Advertisement
উৎসবে ফটো সেশনে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। ছবি: সংগৃহীত
এবারে মূল প্রতিযোগিতায় ২২টি ছাড়াও আঁ সাঁর্তে রিগা বিভাগে ২০টি, প্রতিযোগিতার বাইরে ১২টি, কান প্রিমিয়ারে ১০টি, স্পেশাল স্ক্রিনিংসে ৯টি, কান ক্ল্যাসিকসে ৩০টি, সিনেমা দ্যু লা প্লাজে ১৬টি, শর্টফিল্ম প্রতিযোগিতায় ১১টি, শিক্ষার্থী নির্মাতাদের বিভাগ লা সিনেফ-এ ১৬টি ও ইমারসিভ প্রতিযোগিতায় ১৬টিসহ মোট ১৬২টি পূর্ণদৈর্ঘ্য, মাঝারি দৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।
কান উৎসবের সর্বোচ্চ পুরস্কার পাম দর বা স্বর্ণপাম। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে গ্রাঁ প্রিঁ, জুরি পুরস্কার, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা চিত্রনাট্য ও সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ নানান পুরস্কার।
বাংলাদেশ ও ‘আলী’এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। এর মাধ্যমে কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে উড়বে লাল-সবুজ পতাকা। ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। আলীর মায়ের ভূমিকায় আছেন ইন্দ্রানী সোমা। ছবিটি পরিচালনা করেছেন টিভি নাটক নির্মাতা আদনান আল রাজিব।
Advertisement
এলআইএ/এমএস/আরএমডি