আইন-আদালত

জুলাইয়ের ঘটনায় অনুশোচনা প্রকাশ করতে হলে করবো

জুলাইয়ের ঘটনায় অনুশোচনা প্রকাশ করতে হলে করবো

জুলাই-আগস্টের ঘটনায় অনুশোচনা প্রকাশ করতে হলে করবেন বলে জানিয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার (১৪ মে) বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

Advertisement

জুলাই-আগস্টের বিষয়ে কী হবে? এর জবাবে শাজাহান খান বলেন, জুলাই-আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহিতা করতে হয় করবো। অনুশোচনা প্রকাশ করতে হলে করবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।’ এরপর ধীরে ধীরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়।

গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

Advertisement

এমআইএন/জেএইচ/এএসএম