মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম বলেছেন, মালয়েশিয়ায় গত বছর শ্রমিক কল্যাণ ও শ্রম অধিকার জোরদারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাতীয় বেকারত্বের হার ১০ বছরের সর্বনিম্ন ৩.১ শতাংশে নেমে এসেছে। শ্রমিকদের কল্যাণে কাজ করা হচ্ছে।
Advertisement
সোমবার মানবসম্পদমন্ত্রী পর্যায়ের সভায় (এইচআরডিএমএম) বক্তব্যে সিম বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার তুলে ধরেন, যার মধ্যে রয়েছে জাতীয় ন্যূনতম মজুরি ১৩ শতাংশ বৃদ্ধি এবং কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা সুবিধা ২০ শতাংশ বৃদ্ধি।
তিনি বলেন, আমরা বিদেশি কর্মীদের পূর্ণ সামাজিক সুরক্ষা সুরক্ষা দিয়েছি, যা পূর্বে কেবল আমাদের নাগরিকরা উপভোগ করতেন, ৪৩ বছর পর পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত আইএলসি ১৫৫ (আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশন) আইন প্রণয়ন করেছি, শ্রমিক ইউনিয়ন স্থাপনের ওপর পূর্ববর্তী বিধিনিষেধ হ্রাস করেছি এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কিত বিভিন্ন প্রকল্পের জন্য ১০ বিলিয়ন রিঙ্গিত পর্যন্ত বরাদ্দ করেছি।
সিম উল্লেখ করেন, এখন আরও বেশি সংখ্যক নারী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন এবং গৃহিণীদের নিরাপত্তা বিমার আওতায় আনা হচ্ছে। প্রথমবারের মতো, গড় মজুরি ৩ হাজার রিঙ্গিত সীমা অতিক্রম করেছে, যা দেশে মজুরি বৃদ্ধির জন্য একটি বড় মাইলফলক। এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি, কারণ শ্রমিকদের সুস্থতা সবার আগে।
Advertisement
করোনা মহামারি-পরবর্তীর কথা উল্লেখ করে সিম বলেন, কোভিড-১৯ সংকট জীবন এবং জীবিকার দ্বৈত গুরুত্বকে জোর দিয়েছিল, এই নীতির সঙ্গে যে ‘সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়’।
মন্ত্রী পর্যায়ের এই বৈঠকটি বৃহত্তর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের অংশ এবং এর প্রতিপাদ্য হলো ‘শ্রমবাজারের স্থায়িত্ব এবং ভবিষ্যতের কাজ’।
এমআরএম/এমএস
Advertisement