শেষ মিনিটের কাউন্টডাউন শুরুর পর দ্রুতই শেষের দিকে এগুচ্ছিল বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ম্যাচ। স্কোরবোর্ডে তখন গোল বাংলাদেশ-২ : ইন্দোনেশিয়া-২। টানা দুই জয়ের আশা উবে যাওয়ার শঙ্কার মধ্যেই স্বস্তি বাংলাদেশ শিবিরে। ম্যাচের ২১ সেকেন্ড বাকি থাকতে বাংলাদেশ গোল করে ৩-২ ব্যবধানে স্বাগতিকদের হারিয়ে থাকলো জয়ের ধারায়।
Advertisement
রোববার ইন্দোনেশিয়ার জাকার্তায় এএইচএফ কাপের দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে করেছে দুই দেশ। প্রথম কোয়ার্টার গোলশূন্য, দ্বিতীয় কোয়ার্টারে ২-১ গোলে বাংলাদেশের লিড এবং তৃতীয় কোয়ার্টার শেষে স্কোর ২-২। তৃতীয় গোলের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে শেষ মিনিট পর্যন্ত। সংঘবদ্ধ আক্রমণ থেকে ফজলে রাব্বির গোল বাংলাদেশকে তুলে দেয় পয়েন্ট টেবিলের শীর্ষে। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ৬, থাইল্যান্ডে ৪।
ওবায়দুল জয়ের গোলে বাংলাদেশ লিড পায় ২৫ মিনিটে। ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সোহানুর রহমান সবুজ। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর চার মিনিটের মধ্যে ম্যাচে সমতা আনে স্বাগতিক দেশটি। একটি পয়েন্টের জন্য মরণ কামড় দিয়েও পারেনি ইন্দোনেশিয়া। শেষ বাঁশির পর স্বাগতিক খেলোয়াড়রা শুয়ে পরেন টার্ফের ওপর।
বাংলাদেশ তৃতীয় ম্যাচ খেলবে মঙ্গলবার থাইল্যান্ডের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে শ্রীলংকার বিপক্ষে ২৩ এপ্রিল।
Advertisement
আরআই/আইএইচএস/