খেলাধুলা

দেশের জার্সিতে খেলার পথে আরেক ধাপ এগুলেন শামিত

দেশের জার্সিতে খেলার পথে আরেক ধাপ এগুলেন শামিত

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে কানাডা প্রবাসী ফুটবলার শামিত সোমকে লাল-সবুজ জার্সিতে খেলানোর তোড়জোড় শুরু করেছে বাফুফে। শামিত বাংলাদেশের জার্সিতে খেলতে চান- এমন আগ্রহের কথা জানানোর পর আনুষ্ঠানিকতা শুরু করেছে বাফুফে।

Advertisement

এ আনুষ্ঠানিকতার প্রথম ধাপ ছিল জন্মনিবন্ধন তৈরি। এ ধাপটি শেষ করেছেন কানাডা জাতীয় দলে খেলা এই ফুটবলার। বাফুফে সূত্রে জানা গেছে, শামিত এরই মধ্যে হাতে পেয়েছেন জন্মনিবদ্ধন।

জন্মনিবন্ধন পাওয়ার পর তাকে পরবর্তী কাজ করতে হবে পাসপোর্ট তৈরি। বাংলাদেশের পাসপোর্ট তৈরির জন্য শামিতের মা-বাবার কিছু কাগজপত্র হালনাগাদের প্রয়োজন ছিল। সে কাজও শেষ। পাসপোর্ট তৈরির পর কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র সংগ্রহ করতে হবে বাফুফেকে।

অনাপত্তিপত্র, পাসপোর্টসহ আরও কিছু কাগজপত্র নিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করতে হবে। ফিফার বিশেষ কমিটি সব পর্যালোচনা করে সবুজসংকেত দিলে তবেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন শামিত।

Advertisement

২৭ বছর বয়সী শামিতের মা-বাবা দুজনই বাংলাদেশি। তাই তার পাসপোর্ট পেতে বেশি সমস্যা হবে না বলেই মনে করছেন বাফুফে কর্মকর্তারা। গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর। এরপর থেকে প্রবাসী ফুটবলারদের বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ বেড়েছে কয়েক গুণ।

মিডফিল্ডার শামিত কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেছেন। দলটির হয়ে এখন পর্যন্ত ৫৭টি ম্যাচ খেলছেন তিনি। ২০১৬ সালে কানাডার অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাতটি এবং ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন চারটি ম্যাচ। ২০২০ সালে কানাডার জাতীয় দলের জার্সিতে খেলেছেন দুটি ম্যাচ।

আরআই/আইএইচএস/

Advertisement