জাতীয়

সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে কওমি সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে

সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে কওমি সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে

সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে কওমি সনদ বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

Advertisement

সোমবার (৫ মে) বিকেলে সচিবালয়ে আল-হাইয়াতুল উলিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা বলেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল কওমি মাদরাসার স্বীকৃত সনদ বাস্তবায়নের বিষয়ে ধর্ম উপদেষ্টার সহায়তা কামনা করেন।

এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, সরকার কওমি মাদরাসার স্বীকৃত সনদ বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক। তবে একটি সুনির্দিষ্ট রূপরেখার মাধ্যমে এ বিষয়ে অগ্রসর হওয়া প্রয়োজন।

Advertisement

আরও পড়ুন

কওমি শিক্ষার্থীদের বিসিএসে অংশ নেওয়ার সুযোগ না দেওয়া বৈষম্য

সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে তিনি প্রতিনিধি দলকে জানান। এছাড়া, এ সনদ বাস্তবায়নে তিনি সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

উপদেষ্টা বলেন, কওমি শিক্ষার্থীদের জ্ঞান ও কর্মদক্ষতা জাতিকে সমৃদ্ধ করবে। তাদের নৈতিক শিক্ষা ও সৃজনশীলতাকে পরিকল্পিতভাবে কাজে লাগানো সম্ভব হলে দেশ এগিয়ে যাবে।

আল-হাইয়াতুল উলিয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমানের নেতৃত্বে এ প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- বসুন্ধরা রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা মুফতি আরশাদ রাহমানী, বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আব্দুল বছীর, মাওলানা মুফতি মোহাম্মাদ আলী ও মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদী প্রমুখ।

Advertisement

আল-হাইয়াতুল উলিয়া কওমি মাদরাসা শিক্ষাবোর্ডগুলোর সর্বোচ্চ পরিষদ।

আরএমএম/এমকেআর/এমএস