গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও অনেককে আসামি করা হয়েছে।
Advertisement
সোমবার (৫ মে) সন্ধ্যায় হত্যাচেষ্টার অভিযোগ এনে বাসন থানায় মামলাটি করা হয়। মামলার বাদী এনসিপি নেতা আল আমিন খন্দকার।
বিষয়টি নিশ্চিত করে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন খান জানান, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সিটি করপোরেশনের বাসন থানার ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন রাব্বিকে।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হচ্ছেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, রুমানা আলী টুসি, তার ভাই আওয়ামী লীগ নেতা জামিল হাসান দূর্জয়, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, সাবেক এমপি ইকবাল হোসেন সবুজ, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, শ্রীপুরের আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি রীনা পারভীন, ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি সুলতান সিরাজ, সাধারণ সম্পাদক নাসির মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রবিন প্রমুখ।
Advertisement
আরও পড়ুন
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা ভবিষ্যতে এমন হামলার চেষ্টা করলে কোনো ছাড় দেওয়া হবে না: উপদেষ্টাএদিকে রোববার (মে ৪) রাতভর অভিযান চালিয়ে ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আটকদের মধ্যে ৪৩ জনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। বাকি ১১ জনকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
Advertisement
এরআগে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাছে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নগরীর চান্দনা চৌরাস্তার উত্তর পাশে উল্কা সিনেমা হলের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে এসে গাড়ির গতিরোধ করে হামলা চালায় দুর্বৃত্ত। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। সামান্য আহত হন হাসনাত।
আমিনুল ইসলাম/এসআর/এমএস